| |
               

মূল পাতা সারাদেশ জেলা আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত


রহমত নিউজ     24 October, 2025     11:32 AM    


আগামী ১৫ ই নভেম্বর ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্বাবধানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা করেছে সংগঠনটি। 

মতবিনিময় সভায় মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ বলেন, বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান ১৯৭৪ সালে জাতীয় পরিষদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে উলামায়ে কেরাম, তৌহিদি জনতা ও খতমে নবুওয়াতের সৈনিকরা এই দাবিতে আন্দোলন করে আসছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শামসুল আরেফিন খান সাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, কাদিয়ানীবাদ ইসলামের মৌলিক বিশ্বাস ‘খতমে নবুওয়াত’ তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আর কোনো নবী নেই। এই ঈমানি আকীদার স্পষ্ট অস্বীকার। কাদিয়ানিরা নিজেদের ‘মুসলমান’ দাবি করলেও তাদের বিশ্বাস ও কর্মধারা ইসলামের মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর প্রমুখ।

এছাড়াও জেলার শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন ।
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর